হাতিয়া ডিগ্রি কলেজ হোম পেজ কলেজ পরিচিতি পরিচালনা পর্ষদ শিক্ষকবৃন্দ শ্রেণিসমূহ পাঠ্যসূচী নোটিশ সাংস্কৃতিক যোগাযোগ আর্কাইভ স্বাধীনতার চেতনা
অধ্যক্ষর বাণী
Person
Person

হাতিয়া ডিগ্রি কলেজ অটোমেটেড সফটওয়্যারের আওতায় আসার মাধ্যমে এক ধাপ এগিয়ে গেলো বিশ্বায়নের দিকে । বলা বাহুল্য, ইন্টারনেট আজকের বিশ্বের একটি যাদু শক্তি। এটা সময়, স্থান এবং সমগ্র জাতির পরিবর্তন করেছে, এটি একসঙ্গে এনেছে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলকে যা আমাদের গ্লোবাল ভিলেজ। নিভৃত পল্লীর আপামোর জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো বিকিরণ। শিক্ষার্থীদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী রূপে গড়ে তোলা। শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষা বঞ্চিত দরিদ্র পল্লী বাসীর ছেলেমেয়েদের উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ সৃষ্টিকরণ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বৃত্তিগুলোর সুষম বর্ধনে সহায়তা করা। শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশ সাধন।একটি বার্তা এখন আলোর গতিতে ভ্রমণ করতে পারে অনেকটা পথ। আমরা এখন ভাগাভাগি করতে পারি একজনের সাথে অনেক কিছু যাকে আমরা কখনও ভাবিনি। ধন্যবাদ এই প্রযুক্তিগত বিপ্লবকে। আমাদের তথ্য প্রাপ্তি এবং তা অন্যদের সাথে ভাগাভাগি করা এখন উল্লেখযোগ্য ভাবে প্রসারিত হয়েছে। এই যোগাযোগ ব্যবস্থা থেকে সুবিধা লাভের জন্য হাতিয়া ডিগ্রি কলেজ একটি ওয়েবসাইট চালু করেছে।

এখন সহজে অনেকের কাছে পৌঁছে যাবে কলেজের ইতিহাস, সাংগঠনিক কাঠামো,সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জীবন, তেমনিভাবে পরিকল্পনা সময়সূচী ও দরকারী একাডেমিক তথ্য সমুহ। আশা করছি, এই ওয়েবসাইট আরো কার্যকর পদ্ধতিতে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। অত্র কলেজে ওয়েবসাইট পরিচালনার জন্য সকল শিক্ষকমন্ডলী, ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সহযোগীতা কামনা করছি। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ক্ষেত্রে উল্লিখিত তথ্য-প্রযুক্তি কেন্দ্রিক কার্যক্রম সম্পন্ন করায় আমি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত আনন্দিত এসব কার্যক্রমের মাধ্যমে হাতিয়া ডিগ্রি কলেজ একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে আমি আশাবাদী। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মোঃ রহিজ উদ্দিন মিয়া
অধ্যক্ষ ও সদস্য সচিব
হাতিয়া ডিগ্রি কলেজ,সখিপুর,টাঙ্গাইল।